ভিক্টোরিয়া ওকাম্পোর পেন – Akkhor.xyz

প্লাতা নদীর ধারে একটা সুন্দর বাড়িতে ভিক্টোরিয়া ওকাম্পো অতিথি করে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এক সুন্দর সকাল বেলা। ওকাম্পো লক্ষ্য করলেন কবি লেখার খাতায় কোন একটি শব্দ বা বাক্য ভুল লিখলে সেটাকে পেন দিয়ে কেটে দারুণ সুন্দর ছবি এঁকে দিচ্ছেন। ওকাম্পো কবিকে উৎসাহিত করতে থাকেন ছবি আঁকার জন্যে। সে সময় ভিক্টোরিয়া ওকাম্পো এক দুর্মূল্য সোনার পেন উপহার দিলেন কবিকে। পরবর্তী সময়ে দুর্মূল্য এই সোনার পেনটি স্থান পায় বিশ্বভারতীর সংগ্রহশালায়। কিছুদিন আগে হঠাৎ করেই চুরি যায় পেনটি।

শান্তিনিকেতনে রহস্য। তথাগত আর কাব্যনন্দিনী মানে আমাদের লুচি আর পরোটা, কেমন করে যেন জড়িয়ে যায় ঘটনাটার সঙ্গে। ওসি ভবনাথ তালুকদার তদন্তে নেমেছেন। হাতে দিন দুই সময়। সাংঘাতিক দামী এই পেন খুঁজে না পেলেই কেস চলে যাবে CID বা CBI র হাতে। কী হবে শেষ পর্যন্ত? তথাগত আর কাব্যনন্দিনী এবং সঙ্গে ভবনাথ তালুকদার পারবে কী রহস্যের জাল ছিঁড়ে পেন উদ্ধার করতে?