অপারেশন কোডেক্স – Akkhor.xyz

অপারেশন কোডেক্স :- কোডেক্স গিগাস… শয়তানের বাইবেল… ৩০ বছরের জ্ঞান লিপিবদ্ধ হল এক রাতে! কীভাবে সম্ভব? কথিত আছে একাজ শয়তানের… কিন্তু… শুধুই কি অবান্তর মিথ… নাকি লুকিয়ে আছে কোনও বিজ্ঞান? এমন বিজ্ঞান… যা বদলে দিতে পারে ব্রহ্মান্ডের ধ্যান-ধারণা… এমন বিজ্ঞান… যার খোঁজ পেতে মানবজাতিকে অপেক্ষা করতে হবে আরও কয়েকশো বছর… এক মহা পণ্ডিত… ৭০০ বছর ধরে খুঁজে চলেছেন কিছু… এই পৃথিবীর বুকে… আসছে ‘অপারেশন কোডেক্স’।