মিশরের রহস্যময়ী রানীরা – Akkhor.xyz

পুরুষ প্রধান প্রাচীন মিশরীয় রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন নারী। তারাও ছিলেন ফারাও পদের অধিকারী, প্রাচীন মিশর শাসন করেছিলেন তারা। তাদের রহস্যে ঘেরা জীবন ছিল নানান বিতর্কে জর্জরিত। ইতিহাস থেকে তাদের মুছে ফেলার প্রচেষ্টাও কম হয়নি। কিন্তু ইতিহাস তার ছাপ রেখেই যায়।

সেই সমস্ত রহস্যজনক বিতর্কের কিনারা করতে আমরা পৌঁছে যাব আধুনিক মিশরে। দেশের বিভিন্ন আরকিওলজিকাল সাইট ঘুরে যোগাড় করব প্রমাণ। সেই প্রমাণের ভিত্তিতে মিশরের রানীরা বলবে নিজেদের কথা। ইতিহাসকে উলতে পালটে দেখা হবে। রানীরাও সমস্ত বিতর্কের উত্তর দিয়ে, সমস্ত রহস্য ভেদ করে পাবে তাদের যোগ্য সম্মান।