হুকা-কাশি সমগ্র – Akkhor.xyz

হুকা-কাশির চেহারা ঠিক কেমন, তা সঠিকভাবে জানা না গেলেও একটা আন্দাজ করে নেওয়া যায়। জাপানি চরিত্র হলেও টিপিক্যাল জাপানি মুখ-চোখ তাঁর ছিল না নিশ্চয়ই। তেমন থাকলে কথায় কথায় এমন ছদ্মবেশ ধরে চেহারা পাল্টে ফেলতে পারতেন না। ‘পদ্মরাগ’ উপন্যাসে রণজিৎ চ্যালেঞ্জ নিয়েছিল, ছদ্মবেশ যতই থাক, বোঁচা নাক আর ছোট চোখের জাপানিকে সে চিনে নিতেই পারবে। কিন্তু তার সামনেই যতক্ষণ না ছদ্মবেশ তুলে ফেললেন, ততক্ষণ হুকা-কাশিকে সে চিনতেই পারেনি।
এর থেকে একটা বিষয় খুব স্পষ্ট। হুকা-কাশির চেহারা খুব একটা বৈশিষ্ট্যপূর্ণ ছিল না। মোটের ওপর বেশ সাধারণ ছিল, বলা যায়। সেই কারণেই এতবার এতরকম ছদ্মবেশ নিয়ে নিজেকে তিনি দিব্বি আড়াল করে ফেলতে পারতেন। চেহারায় আলাদা কোনও বৈশিষ্ট্য থাকলে কিংবা জাপানিদের মতো অস্বাভাবিক চ্যাপ্টা নাক হলে এভাবে সবসময় কি নিজেকে লুকিয়ে ফেলতে পারতেন! ……
– মহুয়া বন্দ্যোপাধ্যায়