পরিবার নিয়ে সুখী, নিরাপদ জীবন চলছিল পেশায় চার্টার্ড অ্যাকাউন্টান্ট ইন্দ্র দেবের। শখ ছিল শুধুমাত্র কম্পিউটার গেমের। এই গেমের নেশা তাকে একদিন টেনে নিয়ে গেল ইন্টারনেটের এক অন্ধকার, অচেনা, ভয়ংকর জগতে। যেখানে চলছে মানবজাতি ধ্বংসের গভীর চক্রান্ত। হঠাৎ-ই নিরুদ্দেশ হলেন ইন্দ্র। পুলিশের সাহায্য না পেয়ে দাদাকে খুঁজতে শুরু করল ভাই অরণ্য এবং তাঁর বান্ধবী দিয়া। সূত্র ধরে তারাও একসময় জানতে পারল ইন্টারনেট জগতের এমন এক গভীর, গোপন অঞ্চলের খবর যেখানে রয়েছে অপরাধীদের স্বর্গরাজ্য। স্বয়ং গুগুলও জানে না যার সন্ধান।
Reviews
There are no reviews yet.