দেশ বিদেশের গুপ্তধন – Akkhor.xyz

সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধানের পর আজাদ হিন্দ বাহিনীর বিপুল সোনা-দানা কোথায় গেল? নানাসাহেব পেশোয়াদের ধন-সম্পদ নিয়ে কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন? হিটলার কিংবা সাদ্দাম হোসেনের খাজনা কোথায় হারিয়ে গেল যার হদিশ আজও মেলেনি। আলেক্সান্ডারের সোনায় মোড়া সমাধি কোথায় আছে? আলেক্সান্ড্রিয়ার গ্রন্থাগারে আগুন লেগেছিল কেন? জলদস্যুরা কিভাবে লুকিয়ে রাখতেন তাঁদের লুঠ করা সম্পদ? রবিনসন ক্রুসোর দ্বীপে কি সত্যিই আছে গুপ্তধন? উপপকথার অ্যাটলান্টিস কিংবা ইনকাদের বিপুল সম্পদের শেষ পর্যন্ত কি হয়েছিল? ওক কিংবা কোকাস দ্বীপে আজও গুপ্তধনের খোঁজে কেন চলে অনুসন্ধান? ‘দেশ বিদেশের গুপ্তধন’ বইয়ের পাতায়-পাতায় মিলবে এরকমই একের পর এক অজানা গল্প। এক-একটি গল্প এক-একটি খোঁজ, এক-একটি রহস্য।