দশন – Akkhor.xyz

“ডোডোর হাসি শুনতে পেল অরণ্য। কে ডাকছে ওকে? ‘ঋতু…’ ঢোক গিলে কাঁপা গলায় ফিসফিস করে বলল অরণ্য। সমস্ত বোধ, বুদ্ধি, বিচার হারিয়ে ফেলেছে অরণ্য। এসি গাড়িতে বসেও কুলকুল করে ঘামতে শুরু করেছে । হাতের কাঁপুনি টের পাচ্ছে সে। ফোনের ওপার থেকে অরণ্য শুনতে পেল, কে যেন খুব ভালোবেসে ডোডোকে কাছে টানছে, ‘ডোডোওওও… ডোডোওওও, ডোডোওওও… ডোডোওওও! কাম হানিইই, কাআআম!’

যে ডাকছে, তার গলাটাও শিশুর মতো। আধোগলায় সেই ডাক। অরণ্য ফোনটা কাটার চেষ্টা করল। পারছে না। কিছুতেই ডিসকানেক্ট করা যাচ্ছে না কলটা। দুটো বাচ্চার খিলখিল হাসির শব্দ আছড়ে পড়ছে ওপার থেকে। যেন দুটো বাচ্চা খেলায় মশগুল। ঠিক তখনই ফোনটা কেটে গেল। আবার ঋতুজার নম্বর ডায়াল করল অরণ্য। আনঅ্যাভেলেবল বলছে। আবার, আবার, আবার…। পাগলের মতো ডায়াল করে যাচ্ছে অরণ্য। “