বিলয়বিন্দু – Akkhor.xyz

তথ্যপ্রযুক্তি বিশারদ সুন্দরী তরুণী মনামি চাকরিসূত্রে উপস্থিত হয় এমন এক শহরে, যার গাঁটছড়া বাঁধা কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গলের সঙ্গে। ঘটনাচক্রে ওর হাতে আসে এক রহস্যময় ভিন্টেজ ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় বিশ্বের নানা প্রান্তে ঘটা কিছু অন্তর্ধান রহস্যের রোমহর্ষক কেস হিস্ট্রি। মিল একটাই, প্রতিটা কেসই অমীমাংসিত। ইন্টারপোল থেকে এফ.বি.আই, বিশ্বের তাবড় গোয়েন্দা সংস্থা তদন্ত শেষে লিখতে বাধ্য হয়েছে ‘অনির্ধারিত’ বা ‘অসংজ্ঞায়িত’র মতো শব্দগুলো। কেন? ব্যাখ্যাতীত সেই ঘটনাগুলোর গিঁট ছাড়াতে গিয়ে মনামি ডুবে যায় বিভ্রান্তির অতলে।

ক্রমশ পাতাললোকে লুকিয়ে থাকা এক আঁধার নগরী আত্মপ্রকাশ করে ঝাঁ চকচকে শহুরে খোলস ত্যাগ করে। আবির্ভাব ঘটে কিছু ধূসর চরিত্রের।মুখ আর মুখোশের দ্বন্দ্বে ধীরে ধীরে মনামি জড়িয়ে যায়। এমনই এক চক্রান্তের চক্রব্যূহে যা তার অস্তিত্বই করে তোলে বিপন্ন। দৃশ্যমানতার ওপারে থাকা সেই প্রহেলিকার গল্পই বিলয়বিন্দু।