নরক – Akkhor.xyz

নরকঃ একটা বই, যেটা খুললেই খুলে যায় নরকের দরজা। কী এমন গৃঢ় রহস্য লুকিয়ে রয়েছে বইটায়, যা পেতে চাইছে অনেকগুলো মানুষ!

চুবুর-ব্রোল-ওয়াঃ মেধাবী ছাত্র বদ্রীনাথ চাইছে মৃত মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করতে। সে কী পারবে? গরিব ছেলে অশেষ চাইছে তার বদ্রীদাকে বাঁচাতে। ভয়ংকর একটা শক্তি গ্রাস করে নিচ্ছে গোটা মেডিকেল কলেজ। কী সেই শক্তি? কী করেই বা তাকে আটকানো যায়? ‘চুবুর-ব্রোল-ওয়া’ই বা কী? এ যেন এক শুভ শক্তি আর অপশক্তির চিরাচরিত দ্বন্দ্ব।