তেল। এনার্জি মার্কেটে যার আর এক নাম ব্ল্যাক গোল্ড। পৃথিবীর একমাত্র পার্থিব পণ্য বা ‘কমোডিটি’ যার অধিকার নিতে একের পর এক যুদ্ধ হয়েছে। কখনও সামনে, কখনও বা আড়ালে। অর্থনীতিতে তেলের গুরুত্ব যত বেড়েছে, ততোই তীক্ষ্ণ হয়েছে এই প্রতিস্পর্ধা। অয়েল সুপ্রিমেসির এই দৌড়ে যুক্ত হয়েছে একের পর এক শক্তিশালী দেশ। একদিকে কূটনীতিক কৌশল, অন্যদিকে ইন্টেলিজেন্স এজেন্সির গোপন পরিকল্পনা। একদিকে অয়েল ডিপ্লোম্যাসির সাহায্য নিয়ে তেল উৎপাদনকারী রাষ্ট্রের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করা, অন্যদিকে স্বার্থসিদ্ধির জন্য চালানো গুপ্তচরবৃত্তি। ভূরাজনৈতিক পট পরিবর্তনের ফলে পেট্রোলিয়াম মার্কেটে হুলুস্থুলু পড়ে যায়, আবার অয়েল ট্রেডিংয়ের দুনিয়ায় অস্থিরতা তৈরি হলে পাল্টে যায় বিশ্ব রাজনীতির সমীকরণ। এরই মধ্যে চলতে থাকে অদৃশ্য কিছু লড়াই, বাস্তবায়িত হয় কিছু চক্রান্ত, বদলে যায় শত শত মানুষের জীবন। সাধারণ মানুষ জানতেও পারে না তাদের চোখের আড়ালে কী ঘটে চলেছে? কালো সোনার সঙ্গে যুক্ত এই অন্ধকার জগতের সঙ্গে পাঠকদের কিছুটা পরিচয় করানোর জন্যই এই বইয়ের সূচনা।
Reviews
There are no reviews yet.