প্রাক সিপাহী বিদ্রোহের সময়, কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দুঁদে অফিসার। কলিকাতার এক নিতান্ত সাধারণ বাঙালি মাস্টারমশাইয়ের কাছে সমাধানসূত্র অনুসন্ধানে এসে হাজির অন সেই সাহেব।
ব্যারাকপুর বিদ্রোহের ক্ষোভের আঁচ তখনও যথেষ্ট গনগনে, দেশীয় ব্যাক্তিদের মনে কোম্পানির প্রতি অসন্তোষ ক্রমে পুঞ্জীভূত হয়ে বিপজ্জনক আকার ধারণ করেছে। কিন্তু অসহায় সাহেব বন্ধুটিকে ফেরাতে পারলেন না মাস্টার, তার সঙ্গে পাড়ি জমালেন ভারতবর্ষের সবচেয়ে পুরোনো সেনা ছাউনিতে।
মান্দারিন প্রদেশের এক প্রাচীন লোককথা, বার্মা রাজবংশের করুণ পরিণতি এবং অমানিশার ন্যায় কর্মফলের যোগ শুভাশীষকে এনে দাঁড় করায় এমন এক পরিস্থিতিতে, যা লৌকিক, অলৌকিকের সীমানাকে তছনছ করে দিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয় সমস্ত যৌক্তিকতার ওপর।
তন্ত্র-মন্ত্র আধিভৌতিক এবং অলৌকিক চর্চার বাইরেও আমাদের দুনিয়ায় যে ভয়াল, অস্বস্তিওকর আধাঁরময় সত্যের অস্তিত্ব রয়েছে তার মুখোমুখি হলে যুক্তি বুদ্ধি লোপ পায় অনেক দৃঢ়চেতা মানুষের। জগতের ভারসাম্যরক্ষাকারী সেই সত্য যখন জিঘাংসা পিপাসু হয় তখন প্রলয় আসন্ন হয়ে পড়ে, চাপ চাপ রক্তের মতন নেমে আসে মিশকালো আঁধার।
Reviews
There are no reviews yet.