শার্লক হোমস সমগ্র ২য় খণ্ড – Akkhor.xyz

বাঙালির হােমস-চর্চার সনাতন কৃষ্টিতে এক ধ্রুপদী । সংযােজন হয়ে রইল এই মননদীপ্ত বইটি। চেনা। মুখের অচেনা আদল, পথঘাটের সুলুকসন্ধান, ইতিহাসের সালতামামি, স্থানকালপাত্রের ঠিকুজি-কুলুজি আর স্মৃতি-বিস্মৃতির। কিওরােস্কিউরােতে মায়াময় হয়ে ওঠা লন্ডন। অনুসন্ধিৎসু পাঠকের সম্ভাব্য সব ধরনের কৌতুহল নিবারণের দরাজ আয়ােজন এ-বইতে। এক কথায় বঙ্গীয় হােমস-অনুরাগীর যখের ধন। বইটিকে শুধুমাত্র নতুন সংস্করণ বললে ভুল হবে, এ এক বৌদ্ধিক সম্প্রসারণ যা অনায়াসে দেশ ও কালের গণ্ডী উত্তীর্ণ হবার দাবী রাখে।