আমি চন্দ্রাবলী বলছি – Akkhor.xyz

‘আমি চন্দ্রাবলী বলছি’ উপন্যাসটিতে চন্দ্রাবলী সেইসব মেয়েদের কথা বলবে যাদের গোটা জীবনটাই একটা স্ট্রাগল- একটা কঠিন লড়াই। সমাজ, সংসারে অবহেলিত হয়েও যাদের প্রাণশক্তি নষ্ট হয়ে যায় না। যারা প্রতি রাতে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে নতুন স্বপ্ন দেখে। না ঘুমন্ত অবস্থায় নয়। এ স্বপ্ন সে দেখে জেগে জেগে। প্রতিটা মুহূর্তে ভাবে কী করে এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে সেই স্বপ্নটাকে সে ছুঁতে পারবে। নিত্য নতুন লড়াই করে মেয়েটা।
প্রেমের হাতছানি, সুখী জীবনের হাতছানির থেকেও যার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বপ্ন ছোঁয়ার লড়াইটা। একমুঠো শিউলি ফুলের সতেজতার মতোই তার জীবনেও প্রেম আসে। নিষ্পাপ, নির্ভেজাল সে প্রেম। ভালোবাসে মেয়েটা। এতটা ভালোবাসে যেন সে নিজে নিঃস্ব হয়ে যায়। আর কাউকে ভালোবাসার ক্ষমতা থাকে না মেয়েটার।
আর অগ্নিভ? সেও কি ততটাই ভালোবাসে চন্দ্রাবলীকে? হ্যাঁ বাসে। একইভাবে সেও অফুরান ভালোবাসে চন্দ্রাবলীকে।
চন্দ্রনাথ ও চন্দ্রাবলী দুই ভাইবোনের তীব্র মান-অভিমানের লড়াইয়ে কী হবে শেষ পর্যন্ত? তারপর? স্বপ্নছোঁয়ার লড়াইটা কি জিততে পারবে চন্দ্রাবলী? লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত জনপ্ৰিয় লেখিকা অর্পিতা সরকারের
প্রেম-মনস্তাত্ত্বিক-সামাজিক উপন্যাস-‘আমি চন্দ্রাবলী বলছি’।