ভয় মানেই যে সবসময় কোনো অশরীরীর উপস্থিতি তা কিন্তু নয়। মাঝে মাঝে কোনো কিছুর অনুপস্থিতিও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। লৌকিক আর অলৌকিক এর মধ্যের ফারাকটা খুব সূক্ষ্ম। আর যখন সেই ফারাকটা মুছে যায় তখন গাঢ় হয়ে ওঠে ভয়ের সাম্রাজ্য।
ভগ্নপ্রায় জমিদারবাড়িতে হঠাৎ করে কোনো এক অতৃপ্ত অস্তিত্বের সম্মুখীন হওয়ার সম্ভাবনা যেরূপ আতঙ্কের সৃষ্টি করে, তার থেকে অনেক গুণ বেশি আতঙ্কের মানব-মনের অন্ধকার অলি-গলি, যার পোশাকি নাম সাইকোলজিক্যাল হরর বা মনস্তাত্ত্বিক-ভয়। এরকম চারটি ভয়াল ভয়ংকর অলৌকিক ও সাইকো-হরর গল্প রয়েছে এই বইতে। আর রয়েছে অধিরাজ সিরিজের একটি উপন্যাস। পাঠক-বন্ধুরা ভাবছেন, অধিরাজ আর হরর? অধিরাজ তো হোমিসাইড ডিপার্টমেন্টের এক অকুতোভয় ইনভেস্টিগেটিং অফিসার।
ধরুন কোনো একদিন কাজ সেরে বাড়ি ফিরতে আপনার দেরি হয়ে গেছে অনেকটাই। রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষবিন্দুটুকুও। আপনি জানেন শহরের বুকে আবির্ভাব হয়েছে ১০০ বছরের পুরোনো এক সাইকো-কিলারের। আর তখনই আপনি অনুভব করলেন, আপনার পিছু নিয়েছে কেউ, চুপি চুপি, তখন কি একবারও ভয়ে কেঁপে উঠবে না আপনার অন্তর-আত্মা ?
ভয়।…. যাকে ‘এড়ানো যায় না। ওদের এড়ানো যায় না… চ্যাপ্টার ২ ….
Reviews
There are no reviews yet.