গগন বুরুর কঞ্চি ডাকাত
বাংলা সাহিত্যের “ধ্রুবপুত্র” সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অমর মিত্রের ৯টি মনোগ্রাহী হাস্যরসাত্মক শিশু-কিশোর গল্পের সংকলন “গগন বুরুর কঞ্চি ডাকাত”।
বইয়ের নাম শুনে যারা চোখ কপালে তুলে রাম নাম শুরু করেছেন তাদের জন্যে বলি, এই বইয়ের সব ডাকাতের নামে সিং আছে ঠিকই কিন্তু বিশ্বাস করুন এদের কেউই শিং বাগিয়ে তাড়া করার বান্দা নয়। বরং আপনাকে কাতুকুতু দেবে সর্বক্ষণ। রহস্য-রোমাঞ্চ-বিস্ময়ের স্বাদ কৌতুকের মোড়কে পাঠকদের উপহার দিতে আসরে নেমেছে কখনও গগন পাহাড় থেকে আসা ঢ্যাঙা লম্বা ডাকাত গর্জন সিং তো কখনও ন’পাহাড়ির এখন-তখন-যখন সিং কিংবা দিঘিরপাড়ের হুলো ডাকাত থুড়ি হুলো বৈরাগী। শুধু ডাকাতই বা বলি কেন, গরুচোর সোনার খোকন, মধুদা রিকশাওয়ালা, বুড়ো গোয়েন্দা পিয়ারিচরণ, হাস্যরস পরিবেশনে এরাই বা কম কীসে?
অঙ্কে একশোয় দুশো বাইশ পাওয়া কি সম্ভব? ভোলানাথ ওঝার কাছে গেলেই সম্ভব। কোনো গল্পে পঞ্চাশ বছর আগের কেস সলভ করেন গোয়েন্দা পিয়ারিচরণ তো কোনো গল্পে ডাকাতির কিনারা করতে গিয়ে এক দুর্ধর্ষ অভিযানে বেরোন মধু দারোগা আর সীতারাম দারোগা। কিন্তু সেসব বর্ণনায় পাতায়-পাতায় গা ছমছমে শিহরণের বালাই নেই, আছে পেটফাটানো হাসির উপকরণের ছড়াছড়ি।
Reviews
There are no reviews yet.