“রাত তখন ন’টা। মা এলেন। ঠাকুর পুজোয় বসলেন।…শ্রীরামকৃষ্ণ আহ্বান জানালেন সারদাদেবীকে— উত্তরমুখী হয়ে পিঁড়িতে বোসো।…
সামনের কলসের মন্ত্রঃপূত জলে যথাবিধানে শ্রীশ্রীমাকে বারবার অভিষিক্ত করলেন। শোনালেন অভিষেক মন্ত্র।…. তারপর প্রার্থনা…! এরপর শ্রীশ্রীমার সঙ্গে সমস্ত মন্ত্রে যথাবিধানে ন্যাস করে সাক্ষাৎ ৺দেবীজ্ঞানে তাঁকে পূজা করলেন এবং ভোগ নিবেদন।….কেউ কোথাও নেই। রূদ্ধদ্বার। ঘৃত প্রদীপের নিমীলিত শিখা।… দুজনেই সমাধিস্থ।…
এ পূজা পূজার ইতি আর দেব
দেবীমূর্তি কভু না পূজিল পরমেশ
যেন পূজা শ্রীশ্রীমার পরম চরম
সার পরিণাম সকলের শেষ।…”
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীশ্রীমা সারদাদেবীকে নিয়ে সুদীর্ঘকাল ধরে সঞ্জীব চট্টোপাধ্যায় যে অনন্যসাধারণ গবেষণা ও লিখনচর্চা করে এসেছেন, যা বাংলাসাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেছে, সেই সমস্ত লেখা একত্রিত করে এই
।। ঠাকুর মা সমগ্র।।
অবশ্যসংগ্রহণীয় ।
Reviews
There are no reviews yet.