বিশ শতকের শেষের দিকে জ্যোতির্বিদ ব্রায়ান জি মার্সডেন গণনা করে পূর্বাভাস দিয়েছিলেন, ২১২৬ সালের ১৪ই আগস্ট পৃথিবীর ওপরে আছড়ে পড়তে পারে ধূমকেতু সুইফট টাটল। তার পনের কিলোমিটার ব্যাসার্ধের নিউক্লিয়াসের আঘাতে পৃথিবীর বুক থেকে হয়ত মুছে যাবে গোটা জীবজগৎটা। সম্ভাব্যতাতত্ত্বের চুলচেরা হিসেব জানিয়েছিল সংঘাতের সম্ভাবনা দশ হাজার ভাগের এক ভাগ মাত্রই। কিন্তু –
Reviews
There are no reviews yet.