পার্কে ঘুরতে এসে দুজন ব্যক্তির দেখা। আলাপে আলাপে পরিচয় থেকে বাড়িতে দাওয়াত পর্যন্ত গড়ালো বিষয়টা। এদিকে শহরে এক মগজখেকোর আবির্ভাব ঘটেছে। পাওয়া যাচ্ছে মগজবিহীন লাশ। শেষ পর্যন্ত কি পরিণতি হবে ওই দুই ব্যক্তির? মগজখেকো কি ধরা পড়বে?
খুন ঠেকাতে বহুদিনের পুরনো রাগ ভুলে লেখক বন্ধু ইমতিয়াজের সাথে দেখা করতে গেলো পুলিশ অফিসার মাহিন। আসলেই কি তা খুন, নাকি কাউকে ফাঁসানোর ঘৃণ্যতম ষড়যন্ত্র? আত্মহত্যা করতে গিয়ে দূর্ঘটনা বশতঃ পড়ে গিয়ে মৃত্যু হয়েছে জয়িতার স্বামী রাজীবের। তদন্ত করতে এসেছে তারই প্রাক্তন প্রেমিক শফিকুল। কেন আত্মহত্যা করতে চাইলো রাজীব? তদন্ত কি সঠিক পথে এগুবে? নাকি নিছক দূর্ঘটনা থেকে শুরু হবে কাছে আসার নতুন গল্প?
ভাবতে ভাবতে শুভ এমন এক থিওরি আবিষ্কার করে ফেললো যা পরিবর্তন করে দিতে পারে মানবজীবনের উদ্দেশ্যই। সে তা শেয়ার করতে গেলো তারই ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর মঞ্জুরের কাছে। এ বিষয়ে জানাটাই কি কাল হয়ে দাঁড়ালো তাদের দুজনের জন্য?
জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা শুনে জেগে উঠলো একজন। লাশকাটা ঘরে আড্ডা জমিয়েছে বেশ কয়েকজন লাশ। তাদের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে উঠে আসলো সমাজের নানা অসংগতি। কিন্তু তাদের গল্প শুনছে কে এই আগন্তুক?
গল্পের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্যে রোমাঞ্চিত হয়ে উঠার জগতে পাঠককে স্বাগতম।
Reviews
There are no reviews yet.