কৈশোরের কল্পনাপ্রবনতা, গ্রামীণ নারীজীবন, আবহমান গ্রাম বাংলা, আর সবকিছু ছাপিয়ে প্রকৃতি ও মানুষ মিলিয়েই পথের পাঁচালী। বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) এর প্রথম উপন্যাস পথের পাঁচালী আপাতদৃষ্টিতে বিশেষ কোনো চমতকারিত্ব নয়, ইন্দির ঠাকুরণ নামের এক নারীর কৌলিন্য প্রথা শিকার হবার করণ গল্প, দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা, দিনভর পথে পথে ঘুরে তাদের প্রকৃতির বিস্ময়ের মাঝে ডুবে যাওয়া, সবশেষে এক করুণ বিচ্ছেদ নিয়েই এই উপন্যাস। তবুও কোন জাদুবলে এই উপন্যাস হয়ে উঠল বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় উপন্যাস? সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন যা আজও পৃথিবী-বিখ্যাত। পথের পাঁচালী প্রথম প্রকাশিত হয় ১৯২৮ সালে, কলকাতার একটি পত্রিকায় ধারাবাহিক হিসেবে। বই হিসেবে প্রকাশিত হয় এর পরের বছর। উপন্যাসের এক অংশে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় অপু আর দুর্গার সারাদিন পথে পথে ঘোরা নিয়ে লেখেন, ‘তুমি চলিয়া যাইতেছ, … পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে, তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুদায় চারদিককে গিলিতে গিলিতে চলিয়াছে – নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক।’ আমরা সবাই আসলে আবিষ্কারক। জনমভর এক ক্ষুদা নিয়ে আমরাও পথ চলি। অপু আর দুর্গার ডাগর নবীন চোখে হয়তো আমরা নিজেদেরও ছায়া দেখি। এই উপন্যাসের আকাশসমান জনপ্রিয়তার রহস্য হয়তো এটিই।
Author
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কালজয়ী উপন্যাস রচনার মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলা ভাষাভাষী পাঠকদের হৃদয়। শুধু উপন্যাসই নয়, এর পাশাপাশি তিনি রচনা করেছেন বিভিন্ন ছোটগল্প, ভ্রমণকাহিনী, দিনলিপি ইত্যাদি। প্রখ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেন, যার প্রমাণ পাওয়া যায় তাঁর প্রথম বিভাগে এনট্রান্স ও আইএ পাশ করার মাধ্যমে। এমনকি তিনি কলকাতার রিপন কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাশ করেন। সাহিত্য রচনার পাশাপশি তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন অতিবাহিত করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই সমূহ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ‘পথের পাঁচালী’, যা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন ভাষায় অনূদিত হওয়ার মাধ্যমে। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় অর্জন করেছেন অশেষ সম্মাননা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই এর মধ্যে আরো উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘আরণ্যক’, ‘অপরাজিত’, ‘ইছামতি’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘দেবযান’ ইত্যাদি উপন্যাস, এবং ‘মৌরীফুল’, ‘কিন্নর দল’, ‘মেঘমল্লার’ ইত্যাদি গল্পসংকলন। ১০ খণ্ডে সমাপ্ত ‘বিভূতি রচনাবলী’ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই সমগ্র, যেখানে প্রায় সাড়ে ছ’হাজার পৃষ্ঠায় স্থান পেয়েছে তার যাবতীয় রচনাবলী। খ্যাতিমান এই সাহিত্যিক ১৯৫০ সালের ১ নভেম্বর বিহারের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর ‘রবীন্দ্র পুরস্কারে’ ভূষিত হন।
Reviews
There are no reviews yet.