পটলা ও পাপান দুটো ভিন্ন বয়েসের ছেলে। পড়াশোনায় একটু অমনোযোগী হলেও বুদ্ধিতে কম যায় না মোটেও।যদিও সেটা বড়দের কাছে দুষ্টু বুদ্ধি বলেই পরিচিত। পাড়ায় এরা বেশ পরিচিত নাম। অসম্ভব বকবক করা দুটো ছেলেই নিজেদের রীতিমত আবিষ্কারক ভাবে। লেখিকার সঙ্গে এদের ঘনিষ্ঠ আলাপ। দিনরাতের গল্প এরা পরিবেশন করে লেখিকার সামনেই। স্কুলে টিফিন চুরি থেকে শুরু করে ক্রিকেট মাঠে শূন্যতে আউট হওয়ার সব সিক্রেট লেখিকার কাছে ফাঁস করে ফেলে দুটো বিচ্ছুই। এ বইয়ের বিষয়বস্তু পটলা ও পাপানের যাবতীয় বুদ্ধিদীপ্ত দুষ্টুমি। আট থেকে আশি সকলকে হাসাতে পারে পটলা ও পাপান তাদের কথার দ্বারা। তাদের কান্ড-কারখানায় চমকিত হন স্বয়ং লেখিকাও। পাঠকবন্ধুরা নিজেরাই আলাপ সেরে নিন পটলা ও পাপানের সঙ্গে। প্রাণখুলে হাসতে থাকুন সর্বসমক্ষে বা গোপনে।
Reviews
There are no reviews yet.