Author
রুডিয়ার্ড কিপলিং – Rudyard Kipling
Joseph Rudyard Kipling ( 30 December 1865 – 18 January 1936) was an English journalist, short-story writer, poet, and novelist. Kipling’s works of fiction include The Jungle Book (1894), Kim (1901), and many short stories, including “The Man Who Would Be King” (1888). His poems include “Mandalay” (1890), “Gunga Din” (1890), “The Gods of the Copybook Headings” (1919), “The White Man’s Burden” (1899), and “If—” (1910). He is regarded as a major innovator in the art of the short story; his children’s books are classics of children’s literature, and one critic described his work as exhibiting “a versatile and luminous narrative gift”.
মিগুয়েল দে সার্ভেন্টিস – Miguel De Cervantes
মিগুয়েল সার্ভান্টেজ। বিশ্ব সাহিত্যের প্রবাদ চরিত্র ‘ডন কুইকজোট’-এর স্রষ্টা স্পেন দেশীয় সাহিত্যিক মিগুয়েল দ্য সার্ভান্তেস সাভেদ্রা জন্মেছিলেন ১৫৪৭ সালে। অলীক কল্পনার রাজ্যে সতত ভ্রাম্যমান, আদর্শ নাইট হবার স্বপ্নে বিভাের একটি মানুষ, যিনি কত সহজে সরল পরিস্থিতিকে কঠিন করে তুলে নিজেকে হাস্যকর করে তােলায় পারদর্শী, তাঁর জীবনের করুণ পরিণতির কাহিনী পৃথিবীর প্রায় সকল ভাষায় অনূদিত হয়েছে। দৈত্য ভ্রমে ঘরন্ত হাওয়া কলের দিকে দ্রুত ধাবমান সেই বীরের ছবিটি সকল সাহিত্যরসিকের বুকের মধ্যে স্থায়ীভাবে আঁকা রয়েছে । ‘ডন কুইকজোট দ্য লা মাঞ্চা’ নামক উপন্যাসটি সার্ভান্তেসকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিলেও তিনি অজস্র ছােটগল্প, নাটক ও বেশ কিছু কবিতা লিখেছেন। সাহিত্য রচনা ছাড়াও বিচিত্র ছিল তাঁর জীবন যাপন । কখনাে রাজস্ব সংগ্রহের কাজ করেছেন, কখনাে অস্ত্র-হাতে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। ১৫৭১-এ লেপান্তোর যুদ্ধে বা হাতখানি খুইয়েছেন । জলদস্যুদের হাতে ধরা পড়ে পাঁচ বছর বন্দী জীবন যাপন করেছেন। ১৬১৬ সালে ৬৯ বছর বয়সে এমন বিচিত্র ও বর্ণময় জীবনের অবসান হয়।
Translator
অনীশ দাস অপু
পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। অনীশ দাস অপু এর বই সমগ্র বাংলাদেশের থ্রিলার ও হরর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে পাশ্চাত্য ধারার হরর গল্প ও উপন্যাস লেখার ক্ষেত্রে তিনি যোগ করেছেন এক নতুন মাত্রা, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। নিজের মূল পেশা হিসেবে লেখালেখি বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন এই কৃতি অনুবাদক ও লেখক।
Reviews
There are no reviews yet.